শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। আজ মূলত তাপপ্রবাহের জন্য ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু জেলায়। ফলে বৃষ্টি এবং রোদ থেকে বাঁচতে ছাতা সঙ্গে রাখতেই হবে। যাইহোক, তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সে ব্যাপারে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই শুরু করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে। এদিন সবথেকে বেশি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। একদিকে দক্ষিণবঙ্গে যখন গরম বিরাজ করছে, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে, ১৬ ও ১৭ মার্চও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা পশলা বৃষ্টি হবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।