Weather Today: সামান্য কমতে পারে তাপমাত্রা, ফের পড়বে শীত? আজকের আবহাওয়া | South Bengal Temperature Will Slight Down Winter Update
শ্বেতা মিত্র, কলকাতা: বিদায়ের পথে শীত। জানুয়ারির মাসের শেষ ও ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কার্যত ঘামতে শুরু করেছেন বাংলার মানুষ। ভোরের দিকে কুয়াশা থাকলেও নেই শীতভাব। এদিকে বেলা বাড়লে মেঘলা আকাশ। সব মিলিয়ে এখন কোন কাল চলছে সেটা নিয়ে ধন্দে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলা থেকে পাত্তারি গুটিয়ে ফেলল শীত এরই মধ্যে? এমনিতে চলতি বছরের সরস্বতী পুজো গরমেই কাটল। এখানেই শেষ নয়, আরও গরম পড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ সোমবারও গরম থাকবে। সেইসঙ্গে ঘন কুয়াশা ও মেঘলা আকাশ থাকবে।
প্রশ্ন উঠছে, কেন এরকম পরিস্থিতি তৈরী হল? কবেই বা এরকম আবহাওয়ার অন্ত হবে? আলিপুর জানাচ্ছে, এই অবস্থার প্রধান কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যদিও চিন্তা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীতের বিদায় নিশ্চিত বলে জানিয়েছেন তাঁরা।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়ও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। যদিও ভালো রকম শীত অনুভব হবে বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
মঙ্গলবার বৃষ্টি হবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অর্থাৎ শুকনো থাকবে আবহাওয়া। অন্যদিকে কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.