Weather Today: ৫০ কিমি বেগে হাওয়া, দক্ষিণবঙ্গের ৪ জেলায় কাঁপিয়ে বৃষ্টি! আজকের আবহাওয়া | Rain In South Bengal And Kolkata Weather Today
শ্বেতা মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম অতীত, এবার টানা দুর্যোগের জন্য তৈরি হয়ে যান বাংলার মানুষ। আজ রবিবার থেকে আগামী কয়েকদিন টানা ঝড়-জলে কাঁপতে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। বর্তমানে দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর এর জেরে বাংলাজুড়ে দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ ছুটির দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায়।
এবার পালা উত্তরবঙ্গের। আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
এবার জেনে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরী হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে।
শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী 10 এপ্রিল চীনে লঞ্চ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৭ই এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
This website uses cookies.