সহেলি মিত্র, কলকাতাঃ একদম অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুণ বাংলাজুড়ে নামল স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ, কমলা অ্যালার্ট। সঙ্গী হবে ব্যাপক বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সে সম্পর্কে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার মতিগতি কেমন থাকবে সে ব্যাপারে। এদিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন দুর্যোগ চলবে। আজ জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অন্যদিকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে আগামীকাল অর্থাৎ শনিবারের আবহাওয়া? এই ব্যাপারে মৌসম ভবন জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কোচবিহার জেলায়। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনিপুরে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে।