Weather Today: ৬০ কিমি বেগে ঝড়, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি! আজকের আবহাওয়া | 60 Km Storm Rain In 3 Districts Of South Bengal Weather Today
সহেলি মিত্র, কলকাতাঃ গুড ফ্রাইডের দিন বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার সকাল থেকেই জেলায় জেলায় বইছে হাওয়া। এছাড়া আকাশে কালো মেঘের ঘনঘটাও রয়েছে। সকাল থেকে ছিটেফোঁটা হয়ে গেছে। তবে দুর্যোগের এখানেই শেষ নয়, কারণ আজ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যাইহোক, কোন কোন জেলায় আজ আকাশ কাঁপানো বৃষ্টি নামবে জেনে নিন।
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আজ ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও ব্যাপক বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।
কেমন থাকবে শনিবারের আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে, সেইসঙ্গে বইবে ৪০ কিমি বেগে হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ৫০ কিমি বেগে হাওয়া। এছাড়া বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝেঁপে বৃষ্টি নামবে বলে জানিয়েছে আলিপুর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পরিপ্রেক্ষিতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্পষ্ট করেছে যে পুরনো…
হরিয়ানভি সঙ্গীতের মঞ্চে আবারও আলোচনায় এলেন আরসি উপাধ্যায়। তার সাম্প্রতিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে যত্ন নিয়ে নিজে হাতে গড়েছিলেন ভারতীয়…
মোটোরোলা এবার জি সিরিজের পরবর্তী ফোন Moto G86 লঞ্চ করতে চলেছে। এটি গত বছরের জুনে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সংশোধিত ওয়াকফ আইন বহু বিতর্কের পর অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় পাশ…
This website uses cookies.