সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে চলছে ঝড়-বৃষ্টির দাপট। আজ বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather forecast)। জেলায় জেলায় জারি করা হল হলুদ সতর্কতা। দেশজুড়ে তৈরি হয়েছে একের পর এক ঘূর্ণাবর্ত। যে কারণে ব্যাপক বৃষ্টি পাচ্ছে বাংলা। আজ আপনারও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যে বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন অনুসারে, আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার চলুন জেনে নেওয়া যাজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগের পরিস্থিতি থাকবে। অর্থাৎ এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির সঙ্গে চলবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। হাওয়া অফিসের তরফে এদিন বাংলার প্রত্যেকটি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগণা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির সঙ্গে চলবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়।
তৈরি একাধিক ঘূর্ণাবর্ত
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানাম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। দক্ষিণ অসম সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ১৬ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বিদর্ভের ওপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। যেটি ছত্তিসগড়ের উপর দিয়ে গেছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।