Weather Today: রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে ২ জেলা, সঙ্গী বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া! আজকের আবহাওয়া | West Bengal Weather Today Rain In 2 Districts

শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় দফায় দফায় বদল ঘটছে আবহাওয়ার (Weather Today)। সকাল, সন্ধে ঠান্ডা তো আবার দুপর হতে না হতেই মাত্রাতিরিক্ত গরম। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে তাপমাত্রা কয়েক লাফে আরও বেশ খানিকটা বেড়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে তাপমাত্রা যে একেবারেই কমবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। যাইহোক, পশ্চিমবঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আবহাওয়া বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে মার্চ মাসে তীব্র তাপদাহ দেখা দিতে পারে, যা দোল যাত্রা এবং হোলি উৎসবের আগে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে আজ রবিবার অর্থাৎ ছুটির দিনে সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? বৃষ্টি হবে নাকি গরম থাকবে সে ব্যাপারে জানেন? না জানা থাকলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

READ MORE:  Weather Update: ৫০ কিমি ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়! আগামীকালের আবহাওয়া | Rain In Several Districts Till Sunday

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ গোটা দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে, কলকাতাতে পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার আসার কথা থাকলেও গোটা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আইএমডি জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।আসন্ন তাপপ্রবাহ সত্ত্বেও, দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে তাপমাত্রার ওঠানামা থাকবে।

READ MORE:  অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে মা উড়ালপুল! কবে থেকে? জানাল ট্র্যাফিক পুলিশ

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায়।

আগামীকালের আবহাওয়া

সোমবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে। মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল ও সন্ধেয় মনোরম আবহাওয়া থাকলেও, দুপুরের দিকে গরম অনুভূত হবে। রাতে অস্বস্তিকর গরমের সম্ভাবনা রয়েছে।

READ MORE:  UPSC তে নয়া নজির বাংলার! প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ির তনয়
Scroll to Top