শ্বেতা মিত্র, কলকাতা: ভরা শীত হোক কিংবা গ্রীষ্মকাল, নাছোড়বান্দা বৃষ্টি যেন বাংলার পিছুই ছাড়তে চাইছে না। লাগাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারাপাত হয়েই চলেছে বাংলাজুড়ে। আজ শুক্রবারও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবার শীত সঙ্গে কুয়াশাও থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে। এদিকে আবার ভোরের দিকে কুয়াশাও ছিল। তবে বেলা বাড়তেই সেই শীত উধাও হয়ে যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। দক্ষিণবঙ্গ আপাতত শুকনো থাকবে বলে আশা করা হচ্ছে। পরিষ্কার আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী কয়েক দিন তাপমাত্রা বেশ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। যদিও ভোরের দিকে ঠান্ডা আমেজ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে তারা। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সঙ্গে মিশে কিছুটা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী বুধবার পর্যন্ত কালিম্পং ও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
বর্তমানে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং ২ মার্চ একটি নতুন পশ্চিমী ঝড় আছড়ে পড়তে পারে, যা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। তবে আপাতত পরিষ্কার আবহাওয়া উপভোগ করবে দক্ষিণবঙ্গ।
১ ও ৩ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে গরম। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা সহ পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৪ থেকে ৩৬°সে এর আশেপাশে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩২ থেকে ৩৪°সে এর আশেপাশে। দিনের বেলায় রোদের তেজ বাড়বে তবে মধ্যরাত ও ভোরের দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাবে।