Weather Update: আর নেই নিস্তার, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-র তাণ্ডব দক্ষিণবঙ্গে! দুর্যোগ থেকে কবে রেহাই? | South Bengal Weather Thunderstorm

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ মাস শেষ হওয়ার আগেই রাজ্যে শীতের প্রভাব সম্পূর্ণ কমে গিয়েছিল। গত কয়েক দিন ধরেই ভ্যাপসা গরম বিরক্তি বাড়িয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। কড়া রোদের দাপটও বেড়েছে। এদিকে বেলা একটু বাড়তেই কপালে জমা ঘাম গাল গড়িয়ে নেমেছে। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ এইভাবেই ক্রমশ বেড়েছে। এদিকে এবার সেই গরমের হাত থেকে রেহাই পেতে হাজির হল বৃষ্টি (Weather Update)।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আলিপুর হাওয়া অফিস এর তরফ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আবহ তৈরি হয়েছে। যার দরুন গতকাল অর্থাৎ বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এ দিন দুপুরে হাওয়া অফিস যে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আর এই অক্ষরেখাটি ভূপৃষ্ঠের মাত্র ৯০০ মিটার উপরে রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর দিকেও তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত বা অ্যান্টি–সাইক্লোনিক সার্কুলেশন। এই বিপরীত ঘূর্ণাবর্তও দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের অনুপ্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update)।

READ MORE:  Weather Today: ৪ জেলায় সতর্কতা জারি, তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আজকের আবহাওয়া | South Bengal Weather Update

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলি জেলাতে। পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। গত কয়েক মাসের শুকনো আবহাওয়ার ফলে বাতাসের অনেকটা উপরের স্তর পর্যন্ত নানা ধূলিকণায় পূর্ণ। এমন পরিস্থিতিকে বজ্রবিদ্যুতের জন্যে ‘আদর্শ’ বলেই মনে করেন আবহবিদরা। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সোমবার পর্যন্ত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টির দুর্যোগ রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ এর আশঙ্কাও রয়েছে। এছাড়াও দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত।

READ MORE:  Tomorrow’s Weather: সরস্বতী পুজোর আগেই শীত ‘ভ্যানিশ’! চালাতে হবে ফ্যান? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update
Scroll to Top