Weather Update: কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের আভাস! আবহাওয়ার খবর | Rain Will Happen In 8 Districts In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের গরমের দাবদাহে ব্যাপক হাল খারাপ রাজ্যবাসীর। এদিকে এখনও বৈশাখ মাস পড়েনি। চৈত্রের মাঝামাঝি সময়ে রাজ্যে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছুটা সাময়িক স্বস্তি (Weather Update) দিলেও, গরম থেকে পুরোপুরি মুক্তি মিলছে না। আর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আর এই আবহে এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আর এই প্রবল গরম থেকে রেহায় দিতে বড় স্বস্তি নিয়ে আসছে বৃষ্টি। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দাবদাহ কিছুটা কমলেও উষ্ণতায় কাটবে দিনভর। অস্বস্তিও বেশ বাড়বে। তার উপর আবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং আসাম এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণে কোমরিন এলাকার উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। তাই আবহাওয়া বেশ পরিবর্তনশীল। চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ব্যাপক হাওয়া বদল হতে চলেছে আবহাওয়ার। সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। এবং বেলা যত বাড়বে রোদের তেজও তত কমতে থাকবে। হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
আজ উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ ফারাক দেখা যাবে না। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.