Weather Update: গরম অতীত, এবার টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার খবর | Rain Forecast In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন যেন অস্বস্তি বেড়েই চলেছে। কমতেই চাইছে না চৈত্রের গরম (Weather Update)। উল্টে আরও চোখ রাঙিয়ে তপ্ত হয়ে উঠছে আবহাওয়া। গত সপ্তাহের শুরু থেকেই গরম বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের অবস্থা আরো খারাপ। সেখানকার বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। তবে কি এইমুহুর্তে বৃষ্টির দেখা মিলবে না রাজ্যে।
চৈত্রের মাঝামাঝি সময়ে এক পশলা বৃষ্টি, পর পর কয়েকদিন দক্ষিণবঙ্গে ঠান্ডা পরিবেশ তৈরি করেছিল। স্বস্তি মিলেছিল অনেকটা। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই ফের রণমূর্তি ধারণ করল গরম। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আজ থেকে অর্থাৎ মঙ্গল থেকে কিছুটা হলেও ‘হাওয়া বদল’ দেখা যাবে রাজ্য জুড়ে। কিছুটা হলেও কমবে তাপমাত্রা। এ সপ্তাহে কলকাতার পারদ ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। গরমের দাপট চলবে পশ্চিমের জেলাগুলিতেও। সেখানকার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। রবিবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়তে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী রবিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। আপাতত সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। রৌদ্রোজ্জ্বল মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা। হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন…
শ্বেতা মিত্র, কলকাতাঃ পিপিএফ (PPF) নিয়ে আবারও বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখন,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউনূসের বেয়াক্কেলে মন্তব্যকে এবার এক হাত নিল ভারতীয় বিদেশ মন্ত্রক। চিনের মাটিতে…
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
This website uses cookies.