Weather Update: গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও! আবহাওয়ার খবর | Kalbaishakhi Forecast In South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সূর্য মধ্য গগনের দিকে যত এগোতে শুরু করছে বাড়ির বাইরে পা দেওয়া ততটাই দুষ্কর হয়ে উঠছে সকলের কাছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে (Weather Update)। এদিকে সবে চৈত্র মাস পড়েছে। এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাকি। তাতেই নাকি তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাবে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। কিন্তু এই আবহে ফের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে এইমুহুর্তে অসম ও হরিয়ানায় রয়েছে জোড়া ঘুর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার দাপট। যার মধ্যে একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত এবং অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায় রয়েছে। এদিকে আবার আগামীকাল অর্থাৎ বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর এই ত্রিফলার জোরেই বাংলাতেও হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। স্বস্তি পাবে রাজ্যবাসী।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা গিয়েছে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়তেই রোদের তাপ বাড়ছে। গুমোট গরমের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। তবে বৃহস্পতি এবং শুক্রবার কালবৈশাখীর ব্যাপক সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। টানা রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। তাতে তাপমাত্রায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে এইমুহুর্তে পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৭ ডিগ্রি। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। তবে মোটের উপর আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কিছু বদল ঘটবে না উত্তরবঙ্গে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও পেতে পারে।

READ MORE:  ৪% DA, নতুন প্রকল্প সাথে আবাস নিয়ে বিরাট ঘোষণা! বাংলার বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুঃসংবাদ

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top