Weather Update: ঘূর্ণাবর্তের ফালাফালা আক্রমণ, ৫ দিন দুর্যোগ দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা? Rain In South Bengal Know Weather Update
শ্বেতা মিত্র, কলকাতা: বৃষ্টি নিয়ে এবার বিরাট সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। এবার একদিন বা দুদিন কিংবা ক্ষণিকের নয়, টানা ৫ দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বৃষ্টির সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ ও ৪০ থেকে ৫০ কিমি। বেগে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এর জেরে শুক্রবার সন্ধ্যে থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। এক ধাক্কায় বেশ কিছুটা নেমে এসেছে তাপমাত্রা। এদিকে আজ শনিবার থেকে আগামী বুধবার অর্থাৎ টানা ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জানলে আকাশ থেকে পড়বেন, বর্তমানে দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
৫ এপ্রিল- আজ বিক্ষিপ্তভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬ এপ্রিল- রবিবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায়। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
৭ এপ্রিল- সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরী হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে।
৮ এপ্রিল- বাদ যাবে না মঙ্গলবারও। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেইসঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া। মঙ্গলবার আবার কালবৈশাখী ও ব্যাপক বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার জেলায়।
৯ এপ্রিল- এবার আসা যাক বুধবার কেমন আবহাওয়া থাকবে সে ব্যাপারে। কালবৈশাখী ও ব্যাপক বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। জেলাগুলিতে বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এছাড়াও বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া জেলায়। এদিন উত্তরে তেমন সতর্কতা জারি করা হয়নি।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৭ই এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২০২৪-এ ভারতের ঐতিহাসিক টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা।…
This website uses cookies.