Weather Update: চৈত্রের সন্ধিক্ষণে বঙ্গোপসাগরে নিম্নচাপ! বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় | Heavy Rainfall May Happen In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শেষ বেলাতেও একটুও শান্তি নেই রাজ্য বাসীর। ক্রমেই তাপমাত্রার পারদ যেন বেড়েই (Weather Update) চলেছে। আর এই ভয়ংকর উত্তপ্ত আবহাওয়ায় সাধারণ মানুষের প্রাণ একেবারে যায় যায় অবস্থা। তার উপর বারংবার বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে দিলেও বৃষ্টি তো হচ্ছে না, উপরন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে। আর এই আবহে এবার বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এছাড়াও মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা। তার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আর এই ঘূর্ণাবর্ত প্রভাব পড়তে চলেছে অসম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, কেরলের মতো রাজ্যে। কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমলে। কিন্তু বেলা বাড়তেই রোদের তেজও যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। তবে বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা করেছে হাওয়া অফিস। তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে বৃষ্টি বাণী দিয়েছে হাওয়া অফিস। আজ বিকেলেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও সপ্তাহের বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যার ফলে আগামীকাল থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
This website uses cookies.