Weather Update: তুমুল বৃষ্টির আভাস উত্তরবঙ্গে! কী হবে দক্ষিণবঙ্গে? আগামীকালের আবহাওয়া | Heavy Rain In North Bengal Till Saturday
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিন আসতে চলেছে খুব শীঘ্রই। আর হালকা শীতের মরশুম দেখা যাবে না রাজ্যে। ক্রমেই বাড়বে রাজ্যের তাপমাত্রা। যদিও এবার গরমের সেই ট্রেলার রাজ্যবাসী দেখলেও এখনও তাপমাত্রা বাড়েনি। পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে কলকাতার। কিন্তু গরমের তীব্র দাপট নিয়ে আগেই সতর্কবাণী দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে রবিবার। তবে, দক্ষিণবঙ্গে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। সেখানে একদমই শুকনো আবহাওয়া (Weather Update) থাকবে। আগামী কয়েকদিন অর্থাৎ রবিবার পর্যন্ত কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা বাড়ার আশঙ্কা রয়েছে রাজ্যে।
দক্ষিণবঙ্গে আগামীকালও সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দু’দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা কম। তার পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ আরও চড়তে শুরু করবে। আগামী কয়েকদিন কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না । তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতাতেও তাপমাত্রা চড়তে শুরু করবে। তবে বেশ কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট।
আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এমনকি কালিম্পং এবং দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী শনিবার পর্যন্ত দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় হালকা বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.