Weather Update: দক্ষিণবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা! তাণ্ডব দেখাবে কালবৈশাখী, আগামীকালের আবহাওয়া | Rain With Strom Will Happen From Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: দোলের দিন থেকেই দক্ষিণবঙ্গে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে (Weather Update)। বেলা বাড়তেই রোদের তেজ যেন বৈশাখের মত চোখ রাঙাচ্ছে। তবে এবার আগামিকাল থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকাঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাতে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আবহবিদদের তরফে জানা গিয়েছে, ভারত মহাসাগরের উত্তর দিকে তৈরি একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কয়েক দিন ধরেই ঢুকছিল মধ্য ভারতের মালভূমি অঞ্চলে। উত্তপ্ত মালভূমির উপরের বাতাসের স্তর গরম হয়ে আরও উপরে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূর্ণ করতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছিল দেশের পূর্ব উপকূল দিয়ে। যার জেরে বিপরীতমুখী দুই বাতাসের প্রবাহের জেরে জলীয় বাষ্পের আদান প্রদান সংক্রান্ত ঘটনায় আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনকি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Weather Update: এক জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছোঁবে ৪০ এ! আগামীকালের আবহাওয়া | Temperature Increase In Bengal From Next Week

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পরে ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া। এই ৫ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্ক বার্তা। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও একই অবস্থা হতে চলেছে জেলায় জেলায়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের বহু জায়গায়। ঝড় ও বৃষ্টির কারণে ওই দুই দিনই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

READ MORE:  বিদায় বেলায় চমক দেখাচ্ছে শীত, আরও কমবে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top