Weather Update: বাড়বে ঝড়, বৃষ্টির পরিমাণ! ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া
প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে স্বস্তির বৃষ্টি এল রাজ্য জুড়ে। পূর্বাভাস বেশ কয়েকদিন ধরেই দিয়ে আসছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। অবশেষে সেই পূর্বাভাস ফলে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। যদিও সকাল থেকে মেঘলা ছিল আকাশ। দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো বাতাসের দমকা এক লহমায় কমিয়ে দিল ভয়ংকর তাপমাত্রা। জানা গিয়েছে আগামীকাল থেকে ফের নামবে বৃষ্টি।
ইতিমধ্যেই হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান। আজ রাতের মধ্যে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। এবং আগামীকাল এই ঘূর্ণাবর্তের অভিমুখ হবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি শক্তি বৃদ্ধি করবে। যার ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়বে বাংলাতেও। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ে বাতাস বইবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, শনিবারেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির।
অন্যদিকে আগামীকাল শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবারের পর শনিতেও রাজ্যে বৃষ্টির আবহ বজায় থআকতে পারে বলে সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.