Weather Update: বিকেলের আগেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় তেড়ে বৃষ্টি, ঝড়! সতর্কতা জারি আবহাওয়া দফতরের | South Bengal Rain, Thunderstorm
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতেই আবহাওয়ার বড় বদল রাজ্য জুড়ে। এপ্রিলের মাঝামাঝিতে তুমুল দুর্যোগের ঘনঘটা জেলায় জেলায় (Weather Update)। চৈত্রের শেষ লগ্নে যেখানে মারাত্মক গরমে কালঘাম ছুটেছিল রাজ্যবাসীর সেখানে বৈশাখের শুরু থেকেই আবহাওয়ার এই বিপুল পরিবর্তনে খানিক অবাক রাজ্যবাসী। তার উপর রাজ্যের কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও উল্লেখ করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও ফের ঝড় বৃষ্টির সতর্কতা।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই আবহেই আজ ১৬ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত থাকবে। অন্যদিকে আরেকটি অক্ষরেখা মধ্যপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এদিকে জোড়া ফলার জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। আর তাই আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত আপাতত বৃষ্টি চলবেই।
আজ বৈশাখের দ্বিতীয় দিনেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে সব জেলাতেই জারি আছে সতর্কতা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি চরমে উঠবে।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আজ ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে কমতে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। আগামী শনিবার পর্যন্ত এমনই থাকবে আজকের আবহাওয়া।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.