Weather Update: ভয়ঙ্কর গরম, দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা! আগামীকালের আবহাওয়া | Temp May Rise In South Bengal Tomorrow
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির কারণে রাজ্য জুড়ে বিস্তার করেছিল মনোরম আবহাওয়া। কিন্তু সেই সুখেও এবার ভাটা পড়ল। গতকাল থেকেই গ্রীষ্মের দাবদাহে (Weather Update) হাসফাঁস করতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ। বেলা বাড়তেই মাথার উপর চড়চড়ে রোদ সঙ্গে সারা শরীর জুড়ে ঘামের বন্যা। আপাতত বৃষ্টির ছিটেফোঁটাও নেই। যদিও উত্তরে বৃষ্টি এখনও বেশ কয়েকদিন চলবে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে ।
অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই মুহুর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ক্রমাগত ঢুকছে যার দরুন আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। দিন রাত ঘাম হচ্ছে বেশি। আজ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে অনেকটা। শুধু তাই নয়, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। জেলায় জেলায় লু-এর পরিস্থিতি তৈরি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৪ থেকে ৮৪ শতাংশ থাকবে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভূত হতে শুরু করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। রোদের তেজ বাড়তে থাকবে, এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বৈশাখী গরমে নাজেহাল অবস্থা হবে রাজ্যবাসীর। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এইমুহুর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের মানুষ গরমে পুড়লেও উত্তরবঙ্গে বৃষ্টির আবহ বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর বাকি চারটি জেলায় অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.