Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা চার জেলায়! একাধিক জায়গায় বইবে লু, আগামীকালের আবহাওয়া | Temperature Will Increase In Weekend
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ দোল উৎসবে। আকাশে বাতাসে আজ রঙিন আহ্লাদের আবহাওয়া। কিন্তু এর মাঝেই উত্তরবঙ্গে বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উল্টোদিকে দাবদাহ পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আজ থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে (Weather Update)। পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, অসম এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত এর অশনি সংকেত। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশের এলাকায়। অক্ষরেখা রয়েছে কেরল উপকূলে এবং অসম সংলগ্ন এলাকায়। তবে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই রোদের প্রাদুর্ভাব দেখা যাবে। আর বেলা বাড়তেই বাড়বে গরমের তাপমাত্রা। উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে ওডিশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে। আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে।
দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা থাকলেও উত্তরবঙ্গে উল্টো চিত্র দেখা যাচ্ছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩৫-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। একইভাবে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা আগামী কয়েকদিনের জন্য দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.