Weather Update: শুক্রেও কালবৈশাখী থেকে ভারী বৃষ্টি, ৫ জেলায় চরম দুর্যোগ! আগামীকালের আবহাওয়া | Kalbaishakhi Rain Forecast In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদাহের পরিস্থিতি চলছিল রাজ্য জুড়ে (Weather Update)। তবে গত রবিবার হালকা বৃষ্টি ও ঝড় হওয়ায় আবহাওয়া অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাপমাত্রার খুব একটা হেরফের দেখা যায়নি। যদিও আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছে বাংলাজুড়ে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এমনকি এবার শক্তিশালী কালবৈশাখীর বিপদসঙ্কেত রয়েছে বাংলায়। আগামী রবিবার পর্যন্ত প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আসলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। বায়ুপ্রবাহও অনুকূলে রয়েছে। সেই কারণেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। বাংলার মতো ওড়িশা ও ঝাড়খন্ডের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার দরুন এবার তাপমাত্রা অনেকটাই কমবে বে আশা করা যাচ্ছে। কিছু জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে চলেছে। তবে সমগ্র বাংলায় আপাতত থাকবে শুস্ক আবহাওয়া। তার উপর আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এবং ওপর অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত।
আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে এখানে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা। তবে বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কম থাকলেও সমস্ত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি দুর্যোগ দেখা যাবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টি বেশি হবে। এছাড়াও আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই অকাল বৃষ্টিতে মরশুমের আলু ও সবজি চাষে ফের ক্ষতির আশঙ্কা দেখা গিয়েছে। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। এমনকি বৃষ্টির জেরে আগামী শনিবার IPL-এর উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটার ভয়ও রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।
শ্বেতা মিত্র, কলকাতা: কথাতেই আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর সেই কথাটা যেন একদম হাতেনাতে…
শ্বেতা মিত্র, কলকাতা: এখনো অবধি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক (PAN Aadhaar Link) করেননি? তাহলে…
ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে Nothing Phone 2a ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ৮,০০০ টাকা ডিসকাউন্ট…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে OnePlus Nord 4 5G ডিভাইসটি ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। ওয়ানপ্লাস বাজারে…
শ্বেতা মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে তীব্র তাপদাহে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের প্রাণ রীতিমতো…
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
This website uses cookies.