প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাস পড়তে না পড়তেই গরমে নাজেহাল অবস্থা আমজনতার। আবহাওয়া এতটাই খারাপ যে ভরা বসন্তেই বৃষ্টির অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো অবস্থা সকলের। আর এই আবহে এবার বিক্ষিপ্তভাবে হলেও গোটা রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update)দিল আবহাওয়া দফতর। তার উপর কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও দেবে। আবার বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী!
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখা। যার মধ্যে একটি অক্ষরেখা রয়েছে ছত্তীসগড় থেকে কর্নাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। তার উপর আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দুই বিপরীতমুখী বাতাস প্রবাহের জেরে জলীয় বাষ্পের আদান প্রদান সংক্রান্ত ঘটনায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও আবার কালবৈশাখী বয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। বিকেলের মধ্যেই ধীরে ধীরে মেঘের আনাগোনা বাড়বে। আর এর প্রভাবে বিকেল থেকেই দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে। সব জেলাতেই ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।