সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বিকেলের দিকে তেড়ে বৃষ্টি নামতে চলেছে কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ, কমলা সর্তকতা। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু মোটেও ভুলবেন না। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) বলছে, আপাতত কয়েকদিন বাংলার জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সবথেকে বড় কথা, রবিবার থেকে দুর্যোগের মাত্রা আরও বাড়বে। মৌসম ভবন জানাচ্ছে, পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা লেটেস্ট বুলেটিন অনুযায়ী, বিকেলের দিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক বিকেলের দিকে উত্তরবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের জন্য ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা জেলায়। হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা।
এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
তৈরী একের পর এক ঘূর্ণাবর্ত
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,বর্তমান সময় দেশের একের পর এক জায়গায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যে কারণে বাংলা সহ বিভিন্ন রাজ্যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমীঝঞ্ঝা পূর্ব ও উত্তর-পূর্ব ভারত দিয়ে পাস করছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। উত্তরপূর্ব এবং দক্ষিণ আসাম এলাকায় দু-দুটি ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও বিহার সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।