Weather Update: আকাশ ভেঙে ভয়ঙ্কর বৃষ্টি! সঙ্গে ৬০ কিমি বেগে ঝড়, আগামীকাল ব্যাপক দুর্যোগ দক্ষিণবঙ্গে | Heavy Rain In Districts With Wind Tomorrow
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতেই বেশ মনোরম আবহাওয়া রাজ্যে। চৈত্রের সেই বদ্ধ ভ্যাপসা গরম (Weather Update) এইমুহূর্তে নেই বললেই চলে। কারণ বিগত কয়েক দিন ধরে রাজ্যে ঝড় বৃষ্টির আবহে তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আবহাওয়া বেশ ঠান্ডা। জানা গিয়েছে আগামী ২০ এপ্রিল রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই আপাতত তীব্র দাবদাহ থেকে মুক্তি। তবে এই বৃষ্টির সঙ্গে দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। এর পাশাপাশি আরও একটি অক্ষরেখা বিহার এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। শুধু তাই নয়, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার এবং শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে চলেছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা কম থাকবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হুগলি, পূর্ব বর্ধমান, এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আগামীক উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার মধ্যে আগামীকাল মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
২০২৫-এর ১লা মে থেকেই বদলে যাচ্ছে ভারতের টোল আদায়ের পদ্ধতি। FASTag এর জায়গায় এবার আসছে…
রিয়েলমি ২০২৩ সালের নভেম্বরে চীনে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন GT 7 Pro লঞ্চ করে। এই মডেলটি…
প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসি (SSC) মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে…
বাজারে এখন কম বাজেটের মধ্যে উন্নত ফিচারের ফোন পাওয়া অসম্ভব বলেই মনে হয়। তবে itel…
ভারতের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে কেন্দ্রীয় সরকার প্যান (PAN) এবং আধার (Aadhaar)…
ভারতের অটোমোবাইল শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টাটা মোটরস এবার ইলেকট্রিক টু-হুইলার বাজারে প্রবেশ করতে চলেছে।…
This website uses cookies.