শ্বেতা মিত্র, কলকাতা: তীব্র দহনজ্বালা থেকে মুক্তি। আজ রবিবাসরীয় বিকেলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। এমনিতে রামনবমীর দিন সকাল থেকেই বাংলাজুড়ে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা। যদিও সেইসঙ্গে রোদের তেজও ভালোরকম বিরাজ করছে। তবে চিন্তা নেই। আজ বিকেল থেকেই আমূল বদলে যেতে চলেছে আবহাওয়া। কিন্তু প্রশ্ন উঠছে কোন কোন জেলা ভিজবে স্বস্তির বৃষ্টিতে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর (Weather Update)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বিকেলে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ রবিবার কলকাতায় বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত নামতে চলেছে। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। আর এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায়।
এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। কিছু জেলায় ৩০ থেকে ৪০ এবং কিছু জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। জানা গিয়েছে, রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে সোমবারের আবহাওয়া? এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরী হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে।