Weather Update: একটু পরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝেঁপে বৃষ্টি! আচমকাই বদলে যাবে আবহাওয়া | Rain And Kalbaishakhi Will Happen This Week
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র প্রায় শেষের মুখে। আসতে চলেছে বৈশাখ মাস। কিন্তু বাংলা নতুন বছর শুরু অনেক আগে থেকেই বঙ্গে গরমের রূপ (Weather Update) এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যে রীতিমত কালঘাম ছুটছে সকলের। আবহাওয়া ক্রমেই উত্তপ্ত এবং তিতিবিরক্ত হয়ে উঠেছে আর এই আবহে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
অসহনীয় এবং হাসফাঁস করা গরম থেকে বাঁচতে চাতক পাখির মত বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে গোটা বঙ্গবাসী। তার উপর সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতর বঙ্গে বৃষ্টির ঘাটতি নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। জানা গিয়েছে, গত এক মাসে নাকি পশ্চিমবঙ্গে ৪৪ শতাংশ বৃষ্টিতে ঘাটতি রয়েছে। আশংকা করা হয়েছে সেই ঘাটতির পরিমাণ আরও বাড়বে। এদিকে হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলেও দেখা মিলছে না বৃষ্টির। আর এই আবহে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। এমনকি কালবৈশাখী নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার বিকেল থেকে দাপুটে মেজাজে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। আগামীকালও দক্ষিণের বহু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সংকেত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। তবে এই চিহ্নিত এলাকাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৮ এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে (Jangipur) ধুন্ধুমার…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর যে রেকর্ড হারে গরম পড়বে তা অনেক আগেই পূর্বাভাস দিয়েছিল…
সহেলি মিত্র, কলকাতা: গরমের আবহে পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। আর মাত্র কিছু দিনের মধ্যেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিনটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিমিষে ধুলিস্যাৎ হয়ে যাবে শত্রুর ব্রহ্মাস্ত্র! ভারতের আকাশে ঢুকলেই যোগ্য জবাব পাবে…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হেটেছে…
This website uses cookies.