Weather Update: একটু পরেই কালবৈশাখীর তাণ্ডব! মুষলধারে বৃষ্টি, বজ্রপাতের চোখরাঙানি দক্ষিণবঙ্গে | Kalbaisakhi Rain In South Bengal Some Districts
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের সেই বিকট গরম যেন বৈশাখের বারিধারায় হারিয়ে গিয়েছে। বেলার দিকে বেশ গরম অনুভূত (Weather Update) হলেও রাতের দিকে ঝড় বৃষ্টিতে অনেকটাই কমে আসছে তাপমাত্রা। গতকালও সন্ধেয় ঝড়-বৃষ্টির দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে। ঝড়ের দাপটে আবহাওয়া বেশ শীতল হয়ে উঠেছে। আর এই আবহে বৃহস্পতিবারের পর শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা কারণে রাজ্যে বৃষ্টির দুর্যোগ তৈরি হয়েছে। সূত্রের খবর, মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্তীসগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। তার প্রভাবে আজও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি এবং কালবৈশাখী পরিস্থিতি তৈরি হবে বিকেলের পর। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখন তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও আগামী বুধবার থেকে ফের বাড়বে পারদ।
আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। তবে বেলা বাড়তেই কিছু কিছু জায়গায় রোদের তেজও হালকা বাড়ছে। ওদিকে আবার কিছু জেলায় সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে। তবে মোটের উপর আপাতত মনোরম পরিবেশই রয়েছে। বেলার দিকে গরমের অস্বস্তি খানিকটা বাড়লেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। এবং ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতা জেলাতে। আগামী রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে রাজ্য জুড়ে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায়-দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। সেক্ষেত্রেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং…
সহেলি মিত্র, কলকাতা: দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিরাট বদল ঘটতে চলেছে। আর এই বদল ঘটবে আগামী…
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পরিপ্রেক্ষিতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্পষ্ট করেছে যে পুরনো…
হরিয়ানভি সঙ্গীতের মঞ্চে আবারও আলোচনায় এলেন আরসি উপাধ্যায়। তার সাম্প্রতিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে যত্ন নিয়ে নিজে হাতে গড়েছিলেন ভারতীয়…
This website uses cookies.