সহেলি মিত্র, কলকাতাঃ আজ রবিবার অর্থাৎ ছুটির দিন। আর ছুটির দিনে সকলেরই কিছু না প্ল্যান থাকে। আপনারও কি বিকেলে বেরনোর প্ল্যান আছে? তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। কারণ বিকেলেই ধেয়ে আসছে ভারী বৃষ্টি। সঙ্গী হবে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফে জানানো হয়েছে, এক ধাক্কায় ১২ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি ও কালবৈশাখী। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বিকেলে ধেয়ে আসছে ভারী বৃষ্টি
মুষলধারে বৃষ্টি নামতে চলেছে জেলায় জেলায়। সেইসঙ্গে কিছু জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি অবধি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ছুটির দিনে বিকেলে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আশা যাজক বিকেলে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের তরফে একটি বুলেটিন জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন যে সপ্তাহের শুরুতেই কেমন থাকবে বাংলার আবহাওয়া? বুলেটিন অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রসঙ্গে আসলে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
তৈরি ঘূর্ণাবর্ত
পাঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর ফলে পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে এবং গরম বাড়বে। এদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে বলে খবর।