প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। জলীয় বাষ্পের বাড়বাড়ন্ত এতটাই বেশি যে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমত কালঘাম ছুটছে (Weather Update)। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পারদ ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে এই হাঁসফাঁস গরমে অবশেষে এল স্বস্তির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাল, রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতা-সহ একাধিক জেলা। অনেকটাই কমবে তাপমাত্রা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে উত্তর বাংলাদেশ ও উত্তর-পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে, উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। শুধু তাই নয়, ছত্তিশগড় থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা বিদর্ভ, কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আর এই ঘূর্ণাবর্ত পরিস্থিতির জেরে আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কিন্তু বেলা বাড়তেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে, তবে তাতে যে গরম কমছে এমনটা নয়। কারণ আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা শহরবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে। আজও লু বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। আগামী দু’তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গোটা দক্ষিণবঙ্গে। এরপর শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। তবে বিকেলের দিকে আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এরপর টানা পাঁচদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
তবে শুধু দক্ষিণ নয়, তাপপ্রবাহ পরিস্থিতি চলছে উত্তরের মালদাতেও। জানা গিয়েছে আরও তিনদিন তাপপ্রবাহ থাকবে মালদায়। আগামী শনিবার থেকে বদলাবে আবহাওয়া। বৃষ্টি হবে কোচবিহার, মালদাতে। তবে এইমুহুর্তে উপরের দিকে জেলাগুলিতে চলবে স্বস্তির বৃষ্টি। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পংয়ে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী তিন-চারদিন একই আবহাওয়া থাকতে চলেছে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।