Weather Update: এক জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছোঁবে ৪০ এ! আগামীকালের আবহাওয়া | Temperature Increase In Bengal From Next Week
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ থেকেই নতুন মাসের শুরু। আর মার্চ মাসের প্রথম দিনেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস। সকাল হতেই রোদের প্রকোপ বেশ বেড়েছে। বেলা যত বাড়ছে ততই বাড়ছে তাপমাত্রা। জানা গিয়েছে আগামী কয়েকদিন জেলায় জেলায় আরও বাড়বে তাপমাত্রা (Weather Update)। এদিকে আগামীকাল থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, দক্ষিণ ভারতের একাংশ এবং উত্তর ভারতের কয়েকটি বিক্ষিপ্ত জায়গা ছাড়া মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। ফলস্বরূপ পশ্চিমবঙ্গেও তরতরিয়ে চড়বে পারদ। আবহাওয়াবিদরা আশা করছে চলতি মাসেই কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও হয়ত ছুঁয়ে ফেলতে পারে।
আগামীকাল অর্থাৎ রবিবার, মাসের প্রথম ছুটির দিনে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানা গিয়েছে আগামী ৭ মার্চ পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া। দিনের তাপমাত্রা এবার ধীরে ধীরে বাড়বে। সপ্তাহান্তে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুধুমাত্র দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। তবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি সিকিমে তুষারপাতের প্রভাব পড়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতেও।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.