Weather Update: গতি বাড়বে হাওয়ার, রবিতেও দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি সহ দুর্যোগের পূর্বাভাস! আগামীকালের আবহাওয়া | Heavy Rainfall In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস মতই এবার দক্ষিণবঙ্গে গত বৃহস্পতিবার থেকে শুরু হল বৃষ্টি দুর্যোগ (Weather Update)। দক্ষিনবঙ্গ সহ উত্তরের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েই চলেছে দিনভর। ফলে চৈত্রের শুরুতে গরমের যে ভয়াবহ পরিস্থিতি ছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। স্বস্তি ফিরেছে রাজ্যবাসীর মনে। তবে আবহাওয়ার এই ঠান্ডা পরিস্থিতি বেশিদিনের নয়।
আসলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এইমুহুর্তে বাংলায় ঢুকছে। তার উপর রয়েছে অক্ষরেখার প্রভাব। আর এই দুইয়ের ফলস্বরূপ রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহবিদরা। তাইতো সকাল থেকেই কখনও হালকা তো কখনও আবার মাঝারি বৃষ্টিতে ভিজছে শহরের অলিগলি। তার উপর দমকা ঝোড়ো হাওয়া। চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ রবিবার, ছুটির দিনেও সারাদিন বৃষ্টি দুর্যোগ দেখা যাবে দক্ষিণের সমস্ত জেলায়। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। এছাড়া শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। এর মধ্যে দুই মেদিনীপুরে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে আগামীকাল দক্ষিণের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামীকাল দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টি দুর্যোগ দেখা যাবে। উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পঙে শিলাবৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিন্তু তার পরের তিন দিন ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘ভাগ্য বদলাতে সময় লাগে না।’ কথাটা শোনা শোনা ঠেকছে? এমন বহু প্রচলিত…
Huawei তাদের লেটেস্ট ফোল্ডেবল ফোন Pura X লঞ্চ করল। এটি অনন্য ডিজাইন সহ এসেছে। এই…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে একসময়ে বিক্রি হওয়া Honda CBR150R নতুন অবতারে আত্মপ্রকাশ করল। নয়া মডেলটিতে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইট শিবিরে প্রত্যাবর্তন হয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। তবে অধিনায়ক হিসেবে গতকালই…
সুমন পাত্র, কলকাতা: অ্যামাজনে চলছে ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেল। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন কম…
This website uses cookies.