ভ্যাপসা গরম আর নয়! এবার টানা কয়েকদিন বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন, এমনই বার্তা দিচ্ছে হাওয়া অফিস। আজ রবিবার (৬ এপ্রিল) থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির দাপট।
কী হচ্ছে আবহাওয়ায়?
সারা দেশে বর্তমানে ৫টি ঘূর্ণাবর্ত সক্রিয়:
– রাজস্থান ও আসাম সংলগ্ন অঞ্চলে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত
– মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে আরও দুটি
– আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের** উপরে রয়েছে আরেকটি সক্রিয় ঘূর্ণাবর্ত
সেই সঙ্গে ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাবেই বাংলাজুড়ে তৈরি হয়েছে একপ্রকার দুর্যোগের আবহ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (আজ – রবিবার)
আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া।
প্রভাব পড়বে:
– কলকাতা
– মুর্শিদাবাদ
– নদীয়া
– উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
উত্তরবঙ্গের আবহাওয়া (আজ – রবিবার)
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
সবচেয়ে বেশি প্রভাব পড়বে:
– দার্জিলিং
– কালিম্পঙ
– জলপাইগুড়ি
– কোচবিহার
– আলিপুরদুয়ার
– মালদা
– উত্তর ও দক্ষিণ দিনাজপুর
ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ৪০-৫০ কিমি/ঘণ্টা।
আগামিকালের পূর্বাভাস (সোমবার – ৭ এপ্রিল)
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি ও ঝড় হতে পারে:
– কলকাতা, হাওড়া, হুগলি
– পূর্ব ও পশ্চিম বর্ধমান
– বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম
– পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
– ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া
– উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তরবঙ্গেও বজায় থাকবে বৃষ্টিপাত:
– দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি
– কোচবিহার, আলিপুরদুয়ার
– মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর
সতর্কতা ও প্রস্তুতি
আজ ও আগামীকাল বাড়ি থেকে বেরনোর সময় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কথা মাথায় রাখুন
দরকার ছাড়া বাইরে বেরনো এড়িয়ে চলুন
ছাতা, রেইনকোট ও প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখুন