প্রীতি পোদ্দার, কলকাতা: কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর (Weather Update)। বেলা গড়তেই সূর্যের প্রখর তাপে প্রাণ একেবারে যায় যায়।আবহাওয়ার এই উষ্ণ পরিস্থিতি ক্রমে বেড়েই চলেছে। আর এদিকে হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলেও দেখা নেই তাঁর। স্বরূপ বেড়েই চলেছে রাজ্যে বৃষ্টির ঘাটতি। আর এই আবহে চৈত্রের শেষ লগ্নে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তাও আবার একটানা সাতদিন। তুমুল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে জেলায় জেলায়।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এদিকে এপ্রিল মাস পড়তেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গতকাল অর্থাৎ মঙ্গলবার, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যেটি কিনা আজ অর্থাৎ বুধবার উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। জানা গিয়েছে আগামীকালের মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। এবং পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় তার অভিমুখ হবে উত্তর দিকে। ক্রমশ তা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে গোটা বাংলায়। আগামীকাল থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকতে পারে ৪০-৫০ কিমি। জানা গিয়েছে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ৪০-৫০ কিমি ঝড় উঠবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। তবে শুক্রবার থেকে প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমির মতো। শনিবার সেটা বেড়ে দাঁড়াবে ৪০-৫০ কিমিতে। আগামী রবিবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।