Weather Update: চৈত্রের শেষে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া | Thunderstorm And Rain Alert In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাসেই যেন বৈশাখ জ্যৈষ্ঠ এর আমেজ ভরপুর পাচ্ছে রাজ্যবাসী। অবস্থা এতটাই শোচনীয় যে বসন্তেই তাপপ্রবাহ (Weather Update) চলছে রাজ্য জুড়ে। কিছুদিন আগেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। আবহাওয়ার আরও হাল খারাপ ছিল পশ্চিমের জেলাগুলোতে। গরমে হাঁসফাঁস করছিলেন সকলে। একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। তবে সম্প্রতি একদিন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তাপমাত্রা। জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষে নাকি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আজ সকাল থেকেই আকাশ মেঘলা করে রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ নাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এবং আগামীকাল থেকে নাকি বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি সোমবার ঝড়বৃষ্টি হতে পারে। তাই আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা চলতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে রোডের তেজ কম থাকবে। বেলা যত বাড়বে আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। তবে মেঘ থাকলেও আগামীকাল দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে গরমের দাপট অনেক কম থাকবে। কিন্তু রবিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু রবিবার থেকে বাকি পাঁচটি জেলার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে। যার ফলে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমনকে ঘিরে ঘিরে হাজারও উৎসব পালন…
হিরো মোটোকর্প আজ ভারতে Karizma XMR 210 এর দুটি নতুন হাই-স্পেক ভ্যারিয়েন্ট লঞ্চ করল। কিছু…
সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বাংলার রাজপথে একবার শোনা গেল আশাকর্মীদের (Asha Workers) প্রতিবাদী কন্ঠ। সোমবার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন? এসি চালাতে ইচ্ছা করছে, কিন্তু বিদ্যুতের…
OnePlus 13T এই মাসের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি জানা যায় এতে 6000mAh…
এই মুহূর্তে ভারতীয় বাজারে সেডান সেগমেন্টে Hyundai Aura ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে এর…
This website uses cookies.