Weather Update: ঝেঁপে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত দক্ষিণবঙ্গের কিছু জেলায়! আগামীকালের আবহাওয়া | Heavy Rain And Thunderstorm Alert In These Districts
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরুতেই যে ভয়াবহ গরমের সম্মুখীন হয়েছিল গোটা রাজ্য, এপ্রিলের মাঝামাঝি সময়ে সেই গরম থেকে অনেকটাই রেহাই পেল রাজ্যবাসী (Weather Update)। হাসফাঁস গরমে গোটা চৈত্র জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। যার ফলে আশঙ্কা বাড়ছিল যে হয়ত বৈশাখে আরও ভয়ংকর রূপ দেখাবে গরম। কিন্তু চৈত্রের শেষ কয়েকদিন থেকেই আবহাওয়ার রূপ পরিবর্তন হতে লাগল। বিকেল হলেই ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জানা গিয়েছে বৈশাখের শুরুতেও এমনই আবহাওয়া বজায় থাকবে।
মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে পাঁচটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম রাজস্থানের দিকে। দ্বিতীয় ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য এবং দক্ষিণ মধ্যপ্রদেশের দিকে। তৃতীয় ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে মান্নারের দিকে। চতুর্থ ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর দিকে। এবং পঞ্চম ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম অসমের দিকে। অন্যদিকে জোড়া ফলার জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই কারণে সব জেলাতেই জারি আছে সতর্কতা। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে। এই সব জেলায় জারি হলুদ সতর্কতা। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড় হবে ৫০-৬০ কিমি বেগে। তাই এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা, সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.