প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি যেন কালঘাম ছোটাচ্ছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই ছাতা ছাড়া রাস্তায় বের হলে, রীতিমত দরদরিয়ে ঘামতে হচ্ছে (Weather Update)। বিশেষ করে দুপুরের দিকে রোদের তাপ ভালই থাকছে। গরম আবহাওয়ায় শ্বাস নিতেও বেশ কষ্ট। ভরা বসন্তেও ভরপুর গ্রীষ্মের স্বাদ উপভোগ করছে বাংলা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
গতকাল ইদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছিল হট ডে পরিস্থিতি। তবে আজ তাপমাত্রায় সামান্য ফারাক দেখা গিয়েছে রাজ্য জুড়ে। আগের সপ্তাহের শুরু থেকে রাজ্যজুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপমাত্রা বাড়ছিল। তবে এবার ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিরাট হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যা শুনে বেশ খুশী রাজ্যবাসী। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামিকাল অর্থাৎ বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হবে বলে জানা গিয়েছে। আকাশ খানিক মেঘলা থাকবে। আর কাল থেকেই রাজ্যের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু বৃষ্টিই নয়, একাধিক জেলায় আগামীকাল ও পরশু বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তারই জেরে গরমের হাত থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছ, এই ঝড়-বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খানিক কমবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এইমুহুর্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে না আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী চার-পাঁচদিন রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সব জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।