প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাস জারি করলেও কোথাও বৃষ্টির লেশ মাত্র পাওয়া যায় না। উল্টে গুমোট গরমে প্রবল অস্বস্তিতে ভুগছে সাধারণ মানুষ (Weather Update) । তরতরিয়ে ঘাম যেন বেড়েই চলেছে। তবে এবার আবহাওয়ার এই অস্বস্তিকর মেজাজ ঘোরাতে ময়দানে নামছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। যার ফলে চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এইমুহুর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এছাড়াও মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা। তার জেরেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আর এই ঘূর্ণাবর্ত প্রভাব বেশি পড়তে চলেছে অসম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, কেরলের মতো রাজ্যে। কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর হাত থেকে বাংলারও রেহাই নেই।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা দিলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইবে। জানা গিয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। অন্যদিকে বৃহস্পতিবারও ছয় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দু’এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সারা সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে রাজ্যের আবহাওয়া। তবে বৃষ্টির মেজাজ কাটলেই ফের চড়বে পারদ।