Weather Update: দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ, কবে থেকে ফাটিয়ে গরম? জানাল আবহাওয়া দফতর | Temperature Dip Slightly In South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা ফাগুন মাসেও ঝরঝরিয়ে ঘাম ঝরছে দিনে, তবে রাত হলেও অনেকটাই কমে যাচ্ছে পারদের মান। যেন ম্যাজিক দেখাচ্ছে আবহাওয়া। এইমুহুর্তে গোটা রাজ্যজুড়ে মোটের এমনই আবহাওয়া (Weather Update) দেখা দিচ্ছে। তবে এরই মধ্যে একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর তার পরের সপ্তাহ থেকেই পড়বে তীব্র গরম।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে আগামী ৯ মার্চ, রবিবার। তার উপর অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় ঘনঘন পরিবর্তন দেখা দিচ্ছে। তবে এইমুহুর্তে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। তবে দোল যাত্রার পর থেকেই মিলবে রীতিমতো উষ্ণতার পরশ।

READ MORE:  Weather Today: সাবধান! দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, ৩ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া | Heat Wave In South Bengal, Rain In North Weather Today

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। কিন্তু আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে। সেই সঙ্গে আরও তীব্র হতে পারে গরমের অনুভূতি। এ সপ্তাহেই কলকাতার দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এ উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুধুমাত্র উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা আগামী কয়েক দিনে।

READ MORE:  Weather Today: দক্ষিণবঙ্গের ৬ জেলায় হিটওয়েভের সতর্কতা জারি, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া | Heat Wave Situation In South Bengal Weather Today

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top