Weather Update: দক্ষিণবঙ্গে ফের কমবে পারদ, কী হবে কলকাতায়? ফের বদলাল আবহাওয়ার মুড | Temperature Will Drop In Next Few Days In West Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের প্রথম দিন থেকে আবহাওয়ার এতটাই আমূল পরিবর্তন হয়েছে যে দেখে মনেই হচ্ছিল না এটি বসন্তকাল। উল্টে মনে হয়েছিল, এপ্রিল বা মে মাসের সকাল। রোদের ভয়াবহ তাপে রীতিমত সকাল ১১টা থেকে দুপুর ৩টে নাগাদ কার্যত রাস্তায় বের হতে পারেননি অনেকে। তাতেই ভয় ধরছে যে এখনই এমন গরম পড়লে আর বাকি দিন কী ভয়াবহ পরিস্থিতি (Weather Update) হবে। তবে এর মাঝেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ার কথা শোনাল হাওয়া অফিস।
মলদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত লক্ষদ্বীপ পর্যন্ত। এ ছাড়াও অসমে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু এগুলির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আপাতত বাংলার উপরে পড়ছে না। তবে জানা যাচ্ছে আর কয়েকদিন পরেই এবার রাজ্যে অনেকটাই কমবে তাপমাত্রা। যদিও তাপমাত্রা কমলেও শীত ফেরার আর কোনো সম্ভাবনা নেই। বরং দক্ষিণের জেলাগুলিতে বসন্তের আমেজ দেখা দিতে শুরু করেছে। যদিও বেলা বাড়লে সর্বত্র গরমও বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। কিছু কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
আজ কর্মদিবসের প্রথম দিনে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই কড়া রোদের তাপ রয়েছে। বেলা বাড়তেই সেটি আরও প্রকট হচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে পরের দু’দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।
দক্ষিণবঙ্গের মতই শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে আগামী ৫ দিন উত্তরের কোনও জেলাতেই তাপমাত্রার বড় রকমের কোনও হেরফের হবে না। সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে আগামী ১০ মার্চ পর্যন্ত। মাঝে কিছুদিন আগে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় গত সপ্তাহে ঝড়বৃষ্টি হয়েছে। কিন্তু গত শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে।
রাজ্য রাজনীতি, বিনোদন এবং খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.