প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ফাল্গুনের দুর্যোগ কাটতে চলেছে (Weather Update)। আজ থেকে অনেকটাই কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। জানা গিয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় কোথাও নেই। এদিকে দুর্যোগ কাটতেই পারদ পতনের সম্ভাবনা দেখা গেল রাজ্যে। দিন ও রাতের তাপমাত্রায় এবার সামান্য পতন হবে পারদ। তবে শুক্রবার থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার মধ্যে একটি হল উত্তরপূর্ব আসাম এবং পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে ঘূর্ণাবর্ত। এবং অন্যটি পশ্চিমা অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এদিকে পূবালী অক্ষরেখা কেরালা থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। শুধু তাই নয় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ধুবে এবং ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আর এই আবহে আবার জানার গিয়েছে রাজ্যে ফের অনেকটাই কমবে পারদ।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবসে, বজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি জেলায় আর হালকা বা ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকব। যার ফলে রাতের ও দিনের পারদ খুব সামান্য পতনের সম্ভাবনা রয়েছে। যেখানে রাতের তাপমাত্রা ২২.২ ডিগ্রি থাকত হয়ত সেটি এখন খানিকটা নেমে হবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস হবে। পশ্চিমের জেলায় ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৯ থেকে ৯৩ শতাংশ।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি এবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙ-এর উঁচু পার্বত্য এলাকায়। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে তুষারপাতের সম্ভাবনা থাকবে আজ সোমবার রাত পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।