Weather Update: দোলের আগেই ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা! কোথায় কোথায় বৃষ্টি? আগামীকালের আবহাওয়া | Temperature Dips Slightly In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: আকাশে বাতাসে এখন বসন্তের ছোঁয়া। কারণ সপ্তাহ পেরোলেই যে দোল উৎসব। কিন্তু ক্যালেন্ডার বসন্ত বললেও চারিপাশের আবহাওয়া বলছে ভরা গ্রীষ্ম। দক্ষিণবঙ্গে সূর্য বেলা গড়ালেই এত তেজ দেয় যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। এইমুহুর্তে রীতিমত ফুল স্পিডে পাখা চালাতে হচ্ছে। আশঙ্কা হচ্ছে এখনই এত গরম অনুভূত হলে আর তো দিন পরেই রয়েছে। তবে এই আবহে ফের বঙ্গের আবহাওয়ার মুড বদলের (Weather Update) ইঙ্গিত মিলল।
আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা এন্ট্রি নিতে চলেছে রাজ্যে। অনুমান করা হচ্ছে দোলের আগেই অর্থাৎ ৯ মার্চ এই ঝঞ্ঝার প্রবেশ ঘটতে পারে। মলদ্বীপ সংলগ্ন এলাকায় এক ঘূর্ণাবর্তের অবস্থান ও অসমে এক ঘূর্ণাবর্তের অবস্থানের সঙ্গে যদি পশ্চিমী ঝঞ্ঝা হাত মিলিয়ে নেয়, তাহলে তিন পক্ষের ত্রিফলা শক্তিকে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেশ ফ্যসাতে পড়েছিল রাজ্যবাসী। তবে এবার সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। জানা হচ্ছে আগামী দু’দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। আপাতত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসও নেমে যেতে পারে পারদ। তবে সপ্তাহের শেষে অর্থাৎ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে।
আগামীকাল দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ- সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। এছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা প্রভাব পড়বে না।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.