Weather Update: দোলের আগেই বৃষ্টি দুর্যোগ রাজ্যে! জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া | Rain Will Happen This Week In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: ফেব্রুয়ারির মাঝেই শীত একদমই বিদায় নিয়েছে রাজ্য থেকে। তবে পুরোপুরি বিদায় নিলেও শীতের শিরশিরানি ভাব এখনো যায়নি। রীতিমত ঠান্ডার রেশ যেন গিয়েও যাচ্ছে না। সকাল দুপুর গরমের মধ্যে থাকলেও সন্ধে থেকে অনেকটাই কমে তাপমাত্রা। ঠিক ভোর রাতের দিকে শিরশিরে ঠাণ্ডার আমেজ পাওয়া যায় (Weather Update)। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দোল পর্যন্ত থাকবে এই শীতের আমেজ। কিন্তু দোল পেরোলেই দেখা মিলবে না শীতের। তার উপর চলতি সপ্তাহে চার জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সম্প্রতি আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে দোলের সময় এবার বেশ গরম থাকবে রাজ্যের আবহাওয়া। কারণ দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে। হাঁসফাঁস অবস্থা হবে রাজ্যবাসীর। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম হবে না। আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের কোনও জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে। একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন আবহাওয়া থাকবে।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ দোলের দিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। কলকাতা শহরেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দোল পর্যন্ত কলকাতা শহরের তাপমাত্রা একটু একটু করে বাড়বে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক এবং গরম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে এখনই তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। কারণ উত্তরবঙ্গের পরিস্থিতি একদমই ভিন্ন। আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সেখানে মেঘলা আবহাওয়া থাকলেও থাকতে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
This website uses cookies.