প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস পড়তে না পড়তেই বাংলার একাধিক জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি (Weather Update) তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। পারদের মান এতটাই ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল যে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া রীতিমত গা পুড়িয়ে দিচ্ছিল। তবে পরের সপ্তাহে সামান্য ঝড়বৃষ্টিতে বেশ স্বস্তি মিলল রাজ্য জুড়ে। এক লহমায় কমিয়ে দিয়েছে তাপমাত্রা। কিন্তু আজ থেকেই সম্পূর্ণ বদলে গেল আবহাওয়া।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
অসম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরল পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কেরল, মাহে, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ওড়িশা ও সিকিমেও। তবে এই ঘূর্ণাবর্ত এর প্রভাব পড়বে না রাজ্যে। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উল্টে বাড়বে তাপমাত্রার পারদ। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। ধীরে ধীরে উর্দ্ধমুখী হচ্ছে দিন ও রাতের তাপমাত্রা। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামী বুধবার থেকে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রা নাকি ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠবে বলে জানা গিয়েছে। পরের দু’দিন একই রকম থাকতে পারে আবহাওয়া। বিগত বেশ কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ ছিল। কিন্তু বৃষ্টি দুর্যোগ কাটতেই ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে তাপমাত্রা টপকাবে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত আজ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরের আট জেলাতে শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর। তবে আগামী শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।