প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস থেকে যে হারে গরম পড়েছিল সকলের ধারণা ছিল যে বৈশাখে তার থেকেও আরও ভয়াবহ আবহাওয়ার সম্মুখীন হবে গোটা রাজ্য। তবে সেই আশঙ্কার খানিক পরিবর্তন হয়েছে। মার্চে যেভাবে গরম (Weather Update) পড়েছিল, এপ্রিলের শুরুতে তার থেকে কিছুটা স্বস্তি দিয়েছে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। সন্ধ্যা নামলেই দমকা বাতাস দিচ্ছে স্বস্তি। চলতি সপ্তাহে ঠিক এমনই আবহাওয়া রয়েছে রাজ্য জুড়ে। জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বৃহস্পতিবার বিকেল থেকে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হুগলিতে শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। মেদিনীপুরেও বৃহস্পতিবার ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতায়। আসলে একটি অক্ষরেখা ছত্তীসগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের নদীয়া, দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে ও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার। এছাড়া বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা। রবিবার ও সোমবারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী রবিবারও উত্তরবঙ্গের ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে শুধু বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।