Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৬ জেলা! সঙ্গে ঝোড়ো হাওয়া, আগামীকালের আবহাওয়া | Heavy Rain And Thunderstorm Alert In West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। বসন্তের ছোঁয়া সবে মাত্র গায়ে মাখছে রাজ্যবাসী। কিন্তু তার মাঝেই ফের দুর্যোগের কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি। আবহাওয়া দফতরের রিপোর্ট (Weather Update) অনুযায়ী সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশের দেখা পাওয়া গিয়েছিল সঙ্গে হালকা রোদ। কিন্তু বেলা গড়াতেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। মুহূর্তের মধ্যেই বেশ ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আর তারই প্রভাবে আজ অর্থাৎ বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে হবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং মালদাতে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত।

READ MORE:  নন্দীগ্রাম মামলায় হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার

Scroll to Top