Weather Update: বিকেলে কলকাতা সহ ৬ জেলায় ভারী বৃষ্টি, আগামীকালে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? | Rain In Six Districts Of South Bengal Weather Update
শ্বেতা মিত্র, কলকাতা: হুড়মুড়িয়ে তাপমাত্রা নামল বাংলার। লাগাতার বেশ কিছুদিন ধরে বাংলার আবহাওয়া এক প্রকার বদলে গিয়েছে। শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লাগাতার চলেছে জেলায় জেলায়। এদিকে এহেন আবহাওয়ার (Weather Update) জেরে কিছুটা সময়ের জন্য হলেও পোয়া বারো হয়েছে বাংলার মানুষের। ভ্যাপসা গরম থেকে মিলেছে মুক্তি। শনিবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেইসঙ্গে উল্লেখযোগ্য তাপমাত্রও বেশ খানিকটা কমেছে। এদিকে আজ রবিবার ছুটির দিনেও সকাল থেকে মেঘলা আকাশ। আজও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দোসর হবে বজ্রবিদ্যুৎও।
নিশ্চয়ই ভাবছেন যে কতটা নেমেছে তাপমাত্রা? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন পারদ থাকতে পারে ২১ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এর আগে গতকাল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা কি না স্বাভাবিকের থেকে ৯.২ ডিগ্রি নীচে। আজও সকাল থেকে রয়েছে মনোরম আবহাওয়া। রোদ মেঘের আড়াল থেকে উঁকি মারলেও গায়ে লাগছে না।
রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে ব্যাপক দুর্যোগের আভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ব্যাপক বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বৃষ্টি হবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়।
বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। এরইসঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার ১২০ হার্টজ OLED ডিসপ্লের সাথে আসতে চলেছে Xperia 10…
Vivo Y39 5G ভারতে ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম সহ পাওয়া…
লঞ্চের সময়, Samsung Galaxy M35 5G এর দাম ছিল ১৯,৯৯৯ টাকা এবং তবে এখন অ্যামাজন…
Honor Pad X9a মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ট্যাবলেটটি গ্রে কালার এবং ৮ জিবি…
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13 ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫শে মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Aajker Rashifal ) অনুযায়ী কেমন কাটতে…
This website uses cookies.