Weather Update: বৃষ্টিতে ভাসবে দোল, দক্ষিণবঙ্গের জন্য অশনি সংকেত! আগামীকালের আবহাওয়া | Rain Will Happen In Many Districts Of South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর শীতের দাপট একেবারে ছিল নাই বলা যায়। তার উপর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছিল হাওয়া বদল। মার্চের শুরু থেকেই কলকাতা থেকে পশ্চিমাঞ্চল, সর্বত্র দেখা যাচ্ছে গরমের দাপট। আবার ভোর রাতে শীতের শিরশিরানি ভাব দেখা যাচ্ছে। তবে এবার সেটুকুও মিলবে না। কারণ দোলের মধ্যেই এবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে (Weather Update)। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে চলতি বছর গরমের দাপট ব্যাপক বাড়বে। আর সেটা শুরু হবে মার্চ থেকেই। সেই কথাই এবার প্রমাণিত হল। মার্চ মাস পড়তে না পড়তেই গরমের অনুভূতি টের পেল রাজ্য। আবহাওয়া অফিস বলছে, ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস দেখালেও শুষ্ক গরম হাওয়ার তাপপ্রবাহের অনুভূতি মনে করিয়ে দিচ্ছে বৈশাখের দিনগুলি। জানা গিয়েছে, দোলের দিন বেলা বাড়তে না বাড়তেই লু বইবে। তবে আপাতত আকাশ মোটের উপর পরিষ্কার থাকছে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এখন থেকেই রীতিমতো গরমের অনুভূতি মিলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি একদম ভিন্ন। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙ। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার উপর আগামী শুক্রবার অর্থাৎ দোলের দিন উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.