Weather Update: বৃষ্টি অতীত এবার গরমে পুড়বে দক্ষিণবঙ্গ! পশ্চিমে হবে আরও হাল খারাপ, আগামীকালের আবহাওয়া | Temp Will Hike In South Bengal Districts
প্রীতি পোদ্দার, কলকাতা: আবার চেনা ছন্দে ফিরল চৈত্র। ব্যাপক গরমের জেলায় ফের হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর (Weather Update)। বৃষ্টিতে শীতের আমেজ সবে উপভোগ করছিল দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু সুখ কি আর চিরস্থায়ী? হঠাৎ করেই ফের বসন্ত বিদায়ের আগেই হুড়মুড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা। জানা গিয়েছে চলতি মাসের শেষের দিকেই নাকি পারদ পৌঁছে যাবে ৪০ এর ঘরে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত সপ্তাহে বেশ বৃষ্টিভেজা আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু বৃষ্টির পালা কাটতেই ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আর এই আবহে ফের চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চ মাসেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। যার জেরে গরমের অনুভূতিও আরও বাড়বে। চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক এবং গরম আবহাওয়া বিরাজ করবে। পশ্চিমের জেলাগুলিতে আরও খারাপ অবস্থা দেখা যাবে। এদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এ মাসের শেষের দিকেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি কিন্তু ভিন্ন। অর্থাৎ দক্ষিণবঙ্গে গরমের প্রকোপ বাড়লেও এখন ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গে। তার উপর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী দিনে চার-পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও খানিকটা বাড়তে পারে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশে খেল দেখাচ্ছে ISRO। সম্প্রতি মহাকাশ সমুদ্রে স্পেস ডকিংয়ের পর উৎক্ষেপিত দুটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে। আর সেই গতিকে আরও…
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্ত শেষ হওয়ার আগেই এবার দরজায় টোকা দিচ্ছে গ্রীষ্ম। তাইতো চৈত্রের মাঝামাঝিতেই…
চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু…
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক…
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে…
This website uses cookies.