Weather Update: বৃষ্টি-বিদ্যুৎ-ঝড়ের হানা, কিছুক্ষণে দক্ষিণবঙ্গের ৭ জেলায় আবহাওয়ার তাণ্ডব | Heavy Rain Will Fall In Many Districts
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে বহু জায়গায় তাপপ্রবাহের (Weather Update) সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া এতটাই উত্তপ্ত যে দুপুরে বাইরে বেরোনো খুব চাপের। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে যেন কিছুটা রেহাই পেয়েছে আমজনতা। যার ফলে এইমুহুর্তে এক তীব্র বৈপরীত্য দেখা যাচ্ছে রাজ্য জুড়ে।
গত শনিবার রাত থেকে কলকাতা এবং আশপাশের এলাকায় ঝড়বৃষ্টি হওয়ায় বেশ খুশি রাজ্যবাসী। কারণ মারাত্মক ভ্যাপসা গরমের মাঝে আচমকা আবহাওয়ার এই পরিবর্তন অনেকটা স্বস্তি দিয়েছে। গতকালও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইছে রাজ্য জুড়ে। আজও একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক আজ বিকেলে কোথায় কোথায় কেমন থাকবে আবহাওয়া।
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে মাঝে মধ্যে রোদ উঠলেও কিছুক্ষণ পরে রোদের তেজ অনেকটাই ফিকে থাকে। গরমের তাপমাত্রাও অনেকটা কম। জানা গিয়েছে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজ পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং হুগলিতে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলবে। তাই সাতটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও আজ বিকেলে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু তাই নয় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। তাই সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে গরমের দাপট থাকলেও বিগত কয়েকদিন উত্তরবঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েই চলেছে দিন রাত। আজও উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে জেলায়-জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। তাই আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
মে মাসে ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একাধিক ছুটি রয়েছে। এই মাসে মোট ১২…
OnePlus শীঘ্রই ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s লঞ্চ করতে চলেছে। চীনে সম্প্রতি লঞ্চ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছিল পাকিস্তান! পশ্চিম দিকের দেশ থেকে…
প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ২০১৬ সালের এসএসসি-র (SSC) গোটা প্যানেল বাদ পরে যাওয়ায় চাকরিহারা হয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 30 এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে অনেকেই নিজের ব্যবসায়িক…
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল…
This website uses cookies.