Weather Update: হিট ওয়েভের ব্যাটিং রাজ্য জুড়ে! দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া | Heatwave Alert In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্ত শেষ হওয়ার আগেই এবার দরজায় টোকা দিচ্ছে গ্রীষ্ম। তাইতো চৈত্রের মাঝামাঝিতেই ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update)। রোদের তাপ এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যে রীতিমত গা হাত পা জ্বলে যাচ্ছে। আজ থেকেই অনেকটাই বেড়েছে রাজ্যের তাপমাত্রা। জানা গিয়েছে আগামী কয়েকদিনে তাপে পুড়বে কলকাতা। গাঙ্গেয় বঙ্গেও চড়বে পারদ। সব মিলিয়ে গোটা দক্ষিণবঙ্গে চালিয়ে ব্যাট করবে গরম।
এইমুহুর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো এবং উষ্ণ। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে অন্তত চার ডিগ্রি উপরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি অনুভূত হবে সপ্তাহভর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রির ঘরে থাকতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। এবং বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে একই হাল হতে চলেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল শুধুমাত্র দার্জিলিঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বাকি সাতটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে একদমই বৃষ্টি হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
This website uses cookies.